দিলিস্নর হাসপাতালে ভর্তি লালকৃষ্ণ আদভানি
প্রকাশ | ১৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান বিজেপি নেতা ও ভারতের সাবেক উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদভানি। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজধানী দিলিস্নর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই নেতাকে।
শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আদভানি। তড়িঘড়ি করে তাকে নিয়ে যাওয়া হয় দিলিস্নর হাসপাতালে। সেখানে স্নায়ুরোগ বিশেষজ্ঞ একটি দল তাকে সর্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছে।
হাসপাতাল সূত্র জানায়, তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।
চলতি বছরেও একাধিকবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত জুলাই মাসেই বয়সজনিত সমস্যার কারণে তাকে দিলিস্নর এক হাসপাতালে ভর্তি করাতে হয়। সেবার কিছুদিন পর্যবেক্ষণে থাকার পর ছাড়া পান এই প্রবীণ নেতা।
পাকিস্তানের করাচিতে ১৯২৭ সালে আদভানির জন্ম। রাজনৈতিক জীবন শুরু রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের হাত ধরে। ধীরে ধীরে ভারতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন।
তথ্যসূত্র : এবিপি নিউজ