ব্যাংককে হোটেলে ভয়াবহ আগুন :তিন বিদেশির মৃতু্য
প্রকাশ | ৩১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
আন্তর্জাতিক ডেস্ক
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। নিহত তিনজনই বিদেশি।
এই ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাতে ব্যাংককের জনপ্রিয় এলাকার কাছে অবস্থিত একটি হোটেলে অগ্নিকান্ডের পর তিন বিদেশি নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এই ঘটনায় অন্য সাতজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ব্যাংককের ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ জানিয়েছে, ছয় তলা এম্বার হোটেলের পঞ্চম তলায় আগুন লাগার এই ঘটনা ঘটে।