ট্রাম্পের অভিষেকে যাচ্ছেন না চীনা প্রেসিডেন্ট

প্রকাশ | ১১ জানুয়ারি ২০২৫, ০০:০০

আন্তর্জাতিক ডেস্ক
ডোনাল্ড ট্রাম্প ও শি জিন পিং। ফাইল ছবি
আগামী ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও নিজে উপস্থিত হচ্ছেন না চীনা প্রেসিডেন্ট শি জিন পিং। বরং তিনি উচ্চপদস্থ একজন প্রতিনিধিকে পাঠাবেন বলে বৃহস্পতিবার জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমস। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ২০ জানুয়ারির সফর সম্পর্কে অবগত একাধিক ব্যক্তির বরাতে ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, শ্থির বদলে একজন উচ্চপদস্থ কর্মকর্তা অনুষ্ঠানে যোগ দেবেন বলে ট্রাম্পের ট্রানজিশন টিমকে জানিয়েছে বেইজিং। ট্রাম্পের দলের সঙ্গে বৈঠকও করবেন ওই কর্মকর্তা। ওই প্রতিবেদনে সম্ভাব্য দুই ব্যক্তির নাম উলেস্নখ করা হয়েছে। তাদের মধ্যে আছেন একজন ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, যিনি বিভিন্ন আনুষ্ঠানিকতায় শ্থির প্রতিনিধিরূপে অংশগ্রহণ করেন। আরেকজন হতে পারেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এক ব্যক্তির বরাতে প্রতিবেদনে বলা হয়, পলিটবু্যরো স্ট্যান্ডিং কমিটির সদস্য ছাই চিই-কে প্রেরণ করার অনুরোধ করেছেন ট্রাম্পের উপদেষ্টারা। শ্থির ডানহাত হিসেবে বিবেচিত এই ব্যক্তির প্রভাব হান বা ওয়াং এর চেয়ে অনেক বেশি বলে মনে করে থাকেন বিশ্লেষকরা। এই বিষয়ে বক্তব্য জানার জন্য ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস ও ট্রাম্পের ট্রানজিশন টিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও পক্ষই তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। গত মাসে নিজের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য শি জিনপিং কে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। তবে, একে রাজনৈতিক কৌশল বলে ব্যাখ্যা করেছেন বিশেষজ্ঞরা। কারণ, যুক্তরাষ্ট্রের প্রধান ভূরাজনৈতিক প্রতিপক্ষের নেতাকে নিজেদের ভূখন্ডে আমন্ত্রণ জানানোর মতো নজিরবিহীন ঘটনা এর আগে দেখা যায়নি। এদিকে ট্রাম্প সোমবার বলেছেন, প্রতিনিধিদের মাধ্যম শ্থির সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। দ্বিতীয় মেয়াদে তাদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে বলেও আশা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প।