শুল্ক আরোপে 'অর্থনৈতিক জরুরি অবস্থা' জারির ভাবনায় ট্রাম্প

প্রকাশ | ১১ জানুয়ারি ২০২৫, ০০:০০

আন্তজাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন মিত্র ও প্রতিপক্ষ দেশের পণ্যে ঢালাওভাবে দফায় দফায় শুল্ক আরোপ করতে 'জাতীয় অর্থনৈতিক জরুরি অবস্থা' জারির চিন্তাভাবনা করছেন। শুল্ক আরোপের পদক্ষেপকে আইনি বৈধতা দিতেই ট্রাম্প এ পথে হাঁটতে চাইছেন। বিষয়টি সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন এ খবর জানিয়েছে। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতা নেওয়ার পর ট্রাম্প বিশ্ব বাণিজ্যের ভারসাম্য ঢেলে সাজাতে চান। পানামা খাল, গ্রিনল্যান্ড এবং কানাডা গায়ের জোরে দখল করে নিতেও ট্রাম্প হুমকি-ধামকি দেওয়া বাড়িয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রস্তাব না মানলে তাদের ওপর চড়া শুল্ক আরোপ করা হবে বলে হুমকি দিয়েছেন তিনি। গতবছর নভেম্বরে নির্বাচনি প্রচারের সময় ট্রাম্প বিশ্বজুড়ে বিভিন্ন দেশের পন্য আমদানির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা এবং চীনের পণ্যের ওপর ৬০ শতাংশ শুল্ক আপের অঙ্গীকার করেছিলেন। জরুরি অবস্থা জারি করলে ট্রাম্প যে বাড়তি ক্ষমতা পাবেন, তাতে বিভিন্ন দেশের ওপর তার এই শুল্ক চাপানোর লক্ষ্য পূরণ করা সহজ হয়ে যাবে। ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি পাওয়ারস অ্যাক্টের (আইইইপিএ) আওতায় ট্রাম্প নিতে পারবেন নতুন এক শুল্ক কর্মসূচি।