ইউক্রেন ইসু্যতে পুতিনের সঙ্গে বৈঠকের আয়োজন চলছে :ডোনাল্ড ট্রাম্প

প্রকাশ | ১১ জানুয়ারি ২০২৫, ০০:০০

আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ইউক্রেন ইসু্যতে বৈঠক অনুষ্ঠিত হবে। যার আয়োজন চলছে। এ তথ্য জানিয়েছেন ট্রাম্প নিজেই। তবে কবে নাগাদ এই দুই বিশ্ব নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে পারে তার কোনো নির্দিষ্ট তথ্য জানানো হয়নি। পাম বিচের মার-এ-লাগোতে রিপাবলিকান গর্ভনরদের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে বৈঠকের আয়োজন করা হচ্ছে। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট পুতিন দেখা করতে চান। এমনকি প্রকাশ্যে। তাছাড়া আমাদের এই যুদ্ধ শেষ করতে হবে। এটি একটি রক্তাক্ত সংঘাত বলেও উলেস্নখ করেন ট্রাম্প। এর আগে বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ট্রাম্পের যোগাযোগের আকাঙ্খাকে স্বাগত জানাবেন পুতিন। তবে এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোনো অনুরোধ জানানো হয়নি।