ইরানে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার উন্মোচন

প্রকাশ | ১২ জানুয়ারি ২০২৫, ০০:০০

আন্তর্জাতিক ডেস্ক
একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার উন্মোচন করে ইরান শুক্রবার বলেছে, সেখানে তারা 'নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র' তৈরি করছে। সিএনএন লিখেছে, ইসলামিক রেভলু্যশনারি গার্ড কোরের (আইআরজিসি) বরাতে তাসনিম নিউজ এ খবর দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবিতে শুক্রবার প্রচারিত ভিডিওতে দেখা যায়, আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি ও ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ ওই সংরক্ষণাগার পরিদর্শন করছেন। হাজিজাদেহ ওই স্থানটিকে 'সুপ্ত আগ্নেয়গিরি' বলে বর্ণনা করেছেন বলে তাসনিমের খবরে বলা হয়েছে। গত অক্টোবর ও এপ্রিলে ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে অভিযান চালিয়েছে, তার একাংশ পরিচালিত হয়েছে ভূগর্ভস্থ এ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ব্যবহার করে। ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আবাদানে এক অনুষ্ঠানে সালামি শুক্রবার ঘোষণা করেন, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স 'নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র' তৈরি করছে। তাসনিমের বরাতে সিএনএন লিখেছে, আইআরজিসির মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাঈনি সোমবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, চলতি মাসে নতুন মহড়া ও যুদ্ধ মহড়ার আয়োজন করবে ইরান, যার মধ্যে 'ক্ষেপণাস্ত্র ও ড্রোন সিটি' উন্মোচিত হবে।