দাবানলের মধ্যে ফায়ার ফাইটার বেশে চুরি!
প্রকাশ | ১৪ জানুয়ারি ২০২৫, ০০:০০
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রে দাবানলের মধ্যে ফায়ার ফাইটার বেশে চুরির সময় গ্রেপ্তার হয়েছেন এক ব্যক্তি। মালিবু এলাকার একটি বাড়িতে চুরির সময় তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ ডিপার্টমেন্টের প্রধান রবার্ট লুনা। রোববার এক সংবাদ সম্মেলনে লুনা বলেন, তিনি যখন ওই এলাকায় ছিলেন, তখন ওই ব্যক্তিকে বসে থাকতে দেখেন, যাকে ফায়ার ফাইটারের মত দেখাচ্ছিল। হাতকড়া পরা অবস্থায় আছে বুঝতে পারার আগেই লুনা ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেন, তিনি ঠিক আছেন কি না।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এবিসি সেভেন লিখেছে, শেরিফ বিভাগ ওই ব্যক্তিকে লস অ্যাঞ্জেলেস পুলিশ কর্মকর্তাদের কাছে সোপর্দ করেছে। লস অ্যাঞ্জেলেস পুলিশ প্রধান জিম ম্যাকডোনেল বলেন, দমকলকর্মীর ছদ্মবেশ ধারণের অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ম্যাকডোনেল বলেন, 'আমাদের মধ্যে এমন মানুষও আছে- যারা এই দাবানলের ভুক্তভোগীদের দুর্বলতাকে কাজে লাগিয়ে সবকিছু করতে পারে।' লুনা বলেন, লস অ্যাঞ্জেলেস এলাকায় দাবানল ঘিরে বিভিন্ন অভিযোগে ২৯ জনের মত গ্রেপ্তার হয়েছে। তিনি জানান, দাবানল কবলিত ইটনের আশপাশ থেকে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন গ্রেপ্তার হয়েছে শনিবার রাতে। যাদের মধ্যে তিনজন গ্রেপ্তার হয়েছে কারফিউ লঙ্ঘনের জন্য এবং গোপন আগ্নেয়াস্ত্র ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে। লুনা বলেন, প্যালিসেডসের দাবানল এলাকার আশেপাশে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে একজন আছেন- যিনি শনিবার কারফিউ লঙ্ঘনের জন্য গ্রেপ্তার হন। দাবানলের কারণে যেসব এলাকা খালি করার আদেশ রয়েছে, সেসব এলাকা এড়িয়ে চলতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন ম্যাকডোনেল। তিনি এও বলেছেন, রোববার রাত ৬টা সোমবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।