নির্বাচনের ফল উল্টে দিতে ২০২০ সালে 'অপরাধমূলক প্রচেষ্টা' চালিয়েছিলেন ট্রাম্প

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০২৫, ০০:০০

আন্তর্জাতিক ডেস্ক
২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পরও ক্ষমতায় থাকার জন্য 'অপরাধমূলক' প্রচেষ্টা চালিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে গত ৫ নভেম্বরের নির্বাচনের জয়ের কারণে তার বিরুদ্ধে আর আইনি লড়াই চালিয়ে যাওয়া সম্ভব না। ইউএস স্পেশাল কাউন্সেল জ্যাক স্মিথ তার প্রতিবেদনে তথ্য প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন,যা মঙ্গলবার প্রকাশিত হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে বাইডেনের কাছে পরাজয়ের পর ভোট সংগ্রহ ও প্রত্যয়নে বাঁধা প্রদানের জন্য একাধিক অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেন স্মিথ। মামলা লড়ার জন্য যথেষ্ট তথ্যপ্রমাণ থাকলেও ট্রাম্পের হোয়াইট হাউজে ফিরে আসার মঞ্চ প্রস্তুত হয়ে গেছে। তাই তার বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব নয় বলে উপসংহার টেনেছেন স্মিথ। এই তদন্ত পরিচালনার জন্য অনবরত ট্রাম্পের আক্রমণাত্মক বক্তব্য সহ্য করে গেছেন স্মিথ। এ বিষয়ে তিনি বলেছেন, বাইডেন প্রশাসন বা অন্য কোনও স্বার্থান্বেষী গোষ্ঠী আমার তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করেছে বলে দাবি করেছেন ট্রাম্প। তার এসব অভিযোগ হাস্যকর।