লস অ্যাঞ্জেলেসের দাবানল বিস্তার রোধে ৮৫০০ কর্মীর লড়াই

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২৫, ০০:০০

আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল চরম পরিস্থিতি সত্ত্বেও আর বাড়তে দেননি দমকল কর্মীরা। চারদিকে শুকিয়ে খটখটে হয়ে থাকা পরিবেশের মধ্যে মরুভূমি থেকে ধেয়ে আসা বাতাসে আগুন আরও উস্কে ওঠার মতো বিপজ্জনক অবস্থা বিরাজ করছে। তবে দমকল কর্মীদের অক্লান্ত চেষ্টায় দাবানল আর ছড়াতে পারেনি। উল্টো দাবানলের ওপর নিয়ন্ত্রণ কিছুটা হলেও বাড়াতে সক্ষম হয়েছেন তারা। যুক্তরাষ্ট্রের অন্তত সাতটি অঙ্গরাজ্য ও দু'টি বিদেশি রাষ্ট্রের প্রায় ৮৫০০ দমকল কর্মী লস অ্যাঞ্জেলেসের দাবানলগুলো বিরুদ্ধে লড়াই করছেন। তারা টানা দ্বিতীয় দিনের মতো দাবানলগুলোকে আর বাড়তে দেননি। তবে ৭ জানুয়ারি শুরু হওয়া এই দাবানলের থাবায় ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির প্রায় সমপরিমাণ এলাকা ধ্বংস হয়ে গেছে। লস অ্যাঞ্জেলেসের ময়নাতদন্ত দপ্তর জানিয়েছে, দাবানলে মঙ্গলবার আরও একজনের মৃতু্য হয়েছে আর এতে মোট মৃতু্যর সংখ্যা ২৫ জনে দাঁড়িয়েছে। দাবানলে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হওয়া ঘরবাড়ি ও স্থাপনার সংখ্যা ১২ হাজারেই স্থির রাখা সম্ভব হয়েছে। আকাশযানের একটি বহর শুকিয়ে রুক্ষ হয়ে থাকা পাহাড়গুলোতে পানি ঢালছে ও আগুন নিরোধক ছিটাচ্ছে।নিচে স্থলে থাকা দমকল কর্মীরা পানির পাইপ ও অন্যান্য যন্ত্রপাতি নিয়ে ২৪ ঘণ্টা আগুনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। তীব্র ঝড়ো বাতাসের কারণে আকাশযানগুলো কখনো কখনো নিচে নামিয়ে রাখতে হচ্ছে। লস অ্যাঞ্জেলেস নগরীর পশ্চিম প্রান্তের দাবানলটিই সবচেয়ে বড়।