ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নতুন উত্তেজনা

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২৫, ০০:০০

আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেন ও রাশিয়া একে অপরের বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে বড় ধরনের পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের মাত্র কয়েক দিন আগে এই সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে। ট্রাম্প আগেই প্রতিশ্রুতি দিয়েছেন যে, তিনি দ্রম্নত এই যুদ্ধের সমাপ্তি ঘটাবেন। তবে কীভাবে তিনি তা করবেন, তা নিয়ে এখনও কোনও স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। তার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ আক্রমণের চতুর্থ বছরে প্রবেশের আগমুহূর্তে নতুন এক অনিশ্চয়তা তৈরি হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ইউক্রেন 'এখন পর্যন্ত সবচেয়ে বড়' আক্রমণ চালিয়েছে বলে দাবি করেছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এই আক্রমণ রাশিয়ার অভ্যন্তরে চালানো হয়। ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, এর মধ্যে ছয়টি মার্কিন-নির্মিত দূরপালস্নার এটিএসিএমএস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছিল। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত বছর নভেম্বরে ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য মার্কিন দূরপালস্নার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন দেন। রাশিয়া এটিকে বড় ধরনের উত্তেজনা বৃদ্ধি হিসেবে দেখছে। রাশিয়া আগেই হুমকি দিয়েছিল যে, এই মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হলে তারা তাদের নতুন ওরেশনিক নামের মাঝারি পালস্নার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে। এই ক্ষেপণাস্ত্র এখন পর্যন্ত একবারই নিক্ষেপ করা হয়েছে।