গাজায় ১৫ মাসের লড়াই শেষে যুদ্ধবিরতি

সাফল্য ও ব্যর্থতার হিসাব মিলাচ্ছে ইসরাইল-হামাস

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২৫, ০০:০০

আন্তজাতিক ডেস্ক
এক টানা ১৫ মাস লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধবিরতির আওতায় গাজায় অবশিষ্ট ইসরাইলি জিম্মি ও ইসরাইলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তির প্রক্রিয়া শুরু হবে। দুই পক্ষকে চুক্তিতে উপনীত হওয়ার পর তাদেও মধ্যে এখন জয়-পরাজয়ের হিসাব শুরু হয়েছে। এ যুদ্ধবিরতি ইসরাইল ও হামাসের মধ্যে স্মরণকালের সবচেয়ে রক্তক্ষয়ী ও বিধ্বংসী লড়াইয়ের অবসান ঘটাবে বলে আশার সঞ্চার হয়েছে। গাজা যুদ্ধ ইসরাইল-ফিলিস্তিন ছাপিয়ে গোটা মধ্যপ্রাচ্যে প্রভাব ফেলেছে। পাশাপাশি এ লড়াই কয়েক দশক ধরে চলতে থাকা ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্বকে গোটা মধ্যপ্রাচ্যে কূলকিনারাহীন অস্থিরতার একেবারে প্রাণকেন্দ্রে নিয়ে গেছে। আর সারা বিশ্বের মানুষের নজর ছিল গাজা যুদ্ধ নিয়ে। এ যুদ্ধে ইসরাইল কৌশলগতভাবে নানা সাফল্য অর্জন করার দাবি করতে পারে। ইসমাইল হানিয়াসহ হামাসের শীর্ষস্থানীয় নেতাদের হত্যা, হামাসকে সমর্থন দেওয়া লেবাননের হিজবুলস্নাহর ওপর, এমনকি ইরানে আক্রমণ চালিয়ে গুরুত্বপূর্ণ নেতাদের মেরে ফেলা ও ক্ষতিসাধন করার বিষয়টিকে ইসরাইলের পক্ষ থেকে সাফল্য হিসেবে দেখা হচ্ছে। ধ্বংসযজ্ঞ চালালেও ইসরাইলের জন্য 'সার্বিক জয়' এখনো অধরা।