সন্ত্রাসবাদে মদদদাতা দেশের তালিকা থেকে কিউবাকে বাদ দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২৫, ০০:০০

আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদে মদদদাতা দেশের তালিকা থেকে কিউবাকে বাদ দেবে। বিনিময়ে কিউবা ৫৫৩ জন বন্দিকে মুক্তি দেবে বলে ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বিদায় নেওয়ার আগে সবশেষ যে কাজগুলো করছেন, তার মধ্যেই রয়েছে কিউবাকে কালো তালিকা থেকে বাদ দেওয়ার এই পদক্ষেপ। কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের এ বিষয়ক চুক্তি হয়েছে ক্যাথলিক চার্চের উদ্যোগে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শপথ নেওয়ার মাত্র কয়েকদিন আগে এই চুক্তি হল। ট্রাম্প তার প্রেসিডেন্সির প্রথম মেয়াদে কিউবাকে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদে মদদদাতা দেশের তালিকায় পুনর্বহাল করেছিলেন। তার আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ২০১৫ সালে কিউবাকে এ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। এখন বাইডেন প্রশাসন কিউবাকে এ তালিকা থেকে বাদ দেওয়ার পর আবার ট্রাম্প ক্ষমতায় এসে তা পরিবর্তন করবেন কিনা সেটি স্পষ্ট নয়। বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, কিউবাকে তালিকা থেকে থেকে সরানোর বিনিময়ে দেশটি ধীরে ধীরে ৫৫৩ জন বন্দিকে মুক্তি দেবে, যাদেরকে অন্যায়ভাবে আটক করা হয়েছিল। হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, বাইডেন কংগ্রেসকে কিউবা নিয়ে তার পরিকল্পনার কথা জানাবেন। পরিকল্পনায় ট্রাম্পের আমলে কিউবার অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথাও আছে।