মহারাষ্ট্রে ট্রেনে আগুনের গুজব
নিচে লাফিয়ে পড়ে আরেক ট্রেনের ধাক্কায় নিহত ১১
প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২৫, ০০:০০
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলার কাছে একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। বুধবার অগ্নিকান্ডের গুজবে আতঙ্কিত যাত্রীরা ট্রেন থেকে লাফিয়ে পড়ার সময় অন্য একটি ট্রেনের ধাক্কায় প্রাণ হারান বলে পুলিশ জানিয়েছে। জলগাঁওয়ের পুলিশ সুপার এই মৃতু্যর সংখ্যা এনডিটিভিকে নিশ্চিত করেছেন। ঘটনাটি ঘটেছে মুম্বাই থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে মেহেজি ও পারধাদে স্টেশনের মধ্যবর্তী এলাকায়। সন্ধ্যা ৫টার দিকে লখনউ-মুম্বাই পুষ্পক এক্সপ্রেস নামের একটি দৈনিক সুপারফাস্ট ট্রেন থামে। আগুন লাগার গুজবে কেউ চেইন টেনে ট্রেন থামিয়ে দেন বলে সেন্ট্রাল রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন। পুষ্পক এক্সপ্রেসের কয়েকজন যাত্রী ট্রেন থেকে নেমে পড়েন এবং একই সময়ে পাশের লাইনে দ্রম্নতগামী কর্ণাটক এক্সপ্রেস তাদের ধাক্কা দেয়। কর্ণাটক এক্সপ্রেস বেঙ্গালুরু থেকে দিলিস্ন যাচ্ছিল বলে সেন্ট্রাল রেলওয়ের প্রধান মুখপাত্র স্বপনিল নীলা জানিয়েছেন।