পাঁচ বছর বিরতির পর চালু হচ্ছে চীন-ভারত সরাসরি ফ্লাইট
প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২৫, ০০:০০
আন্তর্জাতিক ডেস্ক
প্রায় পাঁচ বছর পর ভারত ও চীন সরাসরি বিমান পরিষেবা পুনরায় চালুর বিষয়ে সম্মত হয়েছে। ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিসরির বেইজিং সফর শেষে সোমবার এই ঘোষণা দেওয়া হয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। বিক্রম মিসরির চীন সফর ২০২০ সালের হিমালয় সীমান্ত সংঘর্ষের পর দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দু'দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা পুনরায় চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। দুই দেশের কারিগরি কর্তৃপক্ষ দ্রম্নত এই বিষয়ে একটি হালনাগাদ কাঠামো নিয়ে আলোচনা করবে। বিবৃতিতে আরও জানানো হয়, চীন আবারও হিন্দু দেবতা কৃষ্ণের জনপ্রিয় তীর্থযাত্রার অনুমতি দিয়েছে, যা মহামারির শুরুতে স্থগিত করা হয়েছিল। দু'দেশ সম্পর্ক পুনর্গঠনে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার এবং বাণিজ্য ও অর্থনৈতিক ইসু্যগুলো সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ বলে উলেস্নখ করা হয়। মহামারির আগে ভারত-চীনের মধ্যে প্রতি মাসে প্রায় ৫০০টি সরাসরি ফ্লাইট পরিচালিত হতো। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বিমান পরিষেবা পুনরায় চালুর বিষয়ে উলেস্নখ না থাকলেও বলা হয়েছে, গত বছর থেকে দু'দেশ সম্পর্ক উন্নয়নে কাজ করছে। বিবৃতিতে বলা হয়েছে, চীন-ভারত সম্পর্ক উন্নয়ন দু'দেশের মৌলিক স্বার্থের সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ। ২০২০ সালের শুরুতে মহামারির সময় ভারত-চীনের বিমান পরিষেবা বন্ধ হয়।