২ মাসের মধ্যে শেষ হতে পারে ইউক্রেন যুদ্ধ :পুতিন

প্রকাশ | ৩০ জানুয়ারি ২০২৫, ০০:০০

আন্তর্জাতিক ডেস্ক
ভস্নাদিমির পুতিন
ওয়াশিংটন যদি কিয়েভকে অর্থ ও অস্ত্র সহায়তা প্রদান বন্ধ করে, সেক্ষেত্রে দুই মাসের মধ্যেই ইউক্রেনে যুদ্ধ শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন। মঙ্গলবার রুশ সাংবাদিক পাভেল জারুবিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন তিনি। সাক্ষাৎকারে পুতিন বলেন, "পশ্চিমা পৃষ্ঠপোষকরা হাত গুটিয়ে নিলে তাদের (ইউক্রেন) অস্তিত্ব থাকবে না। পশ্চিমাদের অর্থ ও গোলাবারুদ ফুরিয়ে গেলে তারা এক মাসও টিকতে পারবে না।" "আমি মনে করি, সবকিছু শেষ হতে পারে আগামী দেড় থেকে দু'মাসের মধ্যেই। এদিক থেকে বিবেচনা করলে, সত্যিকার অর্থে এ মুহূর্তে ইউক্রেনের কোনো সার্বভৌমত্ব নেই।" "আরেকটি কথা আমি বলব, কিয়েভের পশ্চিমা পৃষ্ঠপোষকরা যদি সত্যিই শান্তি চায়, তাহলে এখনই আদর্শ সময়। আমরা ইতোমধ্যে এ ইসু্যতে আমাদের অবস্থান স্পষ্ট করেছি।" ২০১৫ সালে সাক্ষরিত মিনস্ক চুক্তির শর্ত লঙ্ঘণ, ক্রিমিয়াকে রুশ ভূখন্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ২০২২ সালের ২৪ ফেব্রম্নয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী, যা এখনো চলছে।