প্রকাশ | ০৯ জুন ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
দুই দিনের সফরে মালদ্বীপ যাওয়ার আগে শনিবার সকালে ভারতের নরেন্দ্র মোদি কেরালার কোচি শহরের গুরুভায়ুর মন্দির দর্শনে যান। এজন্য বৃহস্পতিবার রাতেই তিনি কোচি পৌঁছান। শ্রীকৃষ্ণের মন্দিরে মোদি ধর্মীয় অনুষ্ঠান 'তুলাভারাম' এ অংশ নেন। মোদির এই অনুষ্ঠানের জন্য মন্দির কর্তৃপক্ষ আগেই ১০০ কেজি পদ্মফুল জোগাড় করে রেখেছিল। গুরুভায়ুর শ্রীকৃষ্ণ মন্দিরে প্রার্থনার একটি গুরুত্বপূর্ণ অংশ 'তুলাভারাম'। এই অনুষ্ঠানে প্রার্থনাকারীকে একটি তুলাদন্ডের একদিকে বসানো হয় এবং অন্যদিকে ফুল, শস্য, ফল বা এ জাতীয় অন্য কিছু দেয়া হয়। পালস্না সমান হলে ওইসব জিনিস বা তার মূল্যের সমপরিমাণ অর্থ দান করা হয়। ইনসেটে সেই তুলাদন্ডে মোদি -আউটলুক ইনডিয়া