ট্রাম্পকে বন্ধু আখ্যা দিলেন জিনপিং

প্রকাশ | ০৯ জুন ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের বন্ধু হিসেবে আখ্যা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনজিং। শুক্রবার রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গে একটি অর্থনৈতিক সম্মেলনে ভাষণ দেয়ার সময় তিনি এ মন্তব্য করেন। সংবাদসূত্র : রয়টার্স, বিবিসি চীনের প্রেসিডেন্ট জিনপিং জানিয়েছেন, তার বিশ্বাস বেইজিংয়ের সঙ্গে যে অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, ওয়াশিংটন তা ভাঙবে না। প্রেসিডেন্ট জিনপিং আরও বলেন, 'চীন থেকে যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাষ্ট্র থেকে চীনের সম্পূর্ণ বিচ্ছেদ কল্পনা করা কষ্টসাধ্য। আমরা এতে আগ্রহী নই এবং আমাদের মার্কিনি অংশীদাররাও এতে আগ্রহী নয়। প্রেসিডেন্ট ট্রাম্প আমার বন্ধু এবং আমি নিশ্চিত তিনিও এতে আগ্রহী নন।' প্রসঙ্গত, বাণিজ্য বৈষম্যের ঘোষণা দিয়ে গত বছর চীনা পণ্যের ওপর শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। এর বিপরীতে চীনও মার্কিন পণ্যে শুল্ক আরোপ করে। গত মাসে যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি করে এবং সে দেশের প্রযুক্তি পণ্যের প্রতিষ্ঠান হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করে। এসবের পরিপ্রেক্ষিতে দুই পরাশক্তির মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। যদিও ক্ষমতায় আসার পর চীনের প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প।