কানাডা ও মেক্সিকোর পণ্য যুক্তরাষ্ট্রে ঢুকলেই দিতে হবে ২৫ শতাংশ কর

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডেনিাল্ড ট্রাম্প বলেছেন, কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যে ২৫% শুল্ক আরোপের যে হুমকি তিনি দিয়ে রেখেছিলেন, তা কার্যকর হতে যাচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, ১ ফেব্রম্নয়ারি থেকেই প্রতিবেশী ওই দুই দেশের পণ্য সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে ঢুকলেই ২৫ শতাংশ কর দিতে হবে। তবে এই শুল্কের আওতায় ওই দেশগুলো থেকে আমদানি করা তেলও অন্তর্ভুক্ত হবে কিনা, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বৃহস্পতিবার ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের এসব বলেন বলে জানিয়েছে বিবিসি। মার্কিন প্রেসিডেন্ট জানান, যুক্তরাষ্ট্রের সীমান্ত দিয়ে ব্যাপকহারে অনিবন্ধিত অভিবাসীর প্রবেশ ও ফেন্টানিলের প্রবেশ রোধ এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য ঘাটতি মেটাতেই এই শুল্ক আরোপ করা হচ্ছে। চীনের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা চলছে বলেও জানিয়েছেন তিনি। নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প চীনা পণ্যের ওপর ৬০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিলেও হোয়াইট হাউসে ফিরে আসার পর পরই এ সংক্রান্ত কোনো পদক্ষেপ না নিয়ে তার প্রশাসনকে বিষয়টি পর্যালোচনা করতে বলেছেন। ট্রাম্প প্রথম মেয়াদে যেভাবে চীনের ওপর একের পর এক শুল্ক আরোপ করেছিলেন তার পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের পর থেকে যুক্তরাষ্ট্রে চীনা পণ্যের আমদানি মোটামুটি একই পর্যায়ে রয়েছে। চলতি মাসের শুরুর দিকে চীনের এক শীর্ষ কর্মকর্তা বিশ্ব বাণিজ্যে সংরক্ষণবাদ নিয়ে সতর্কবার্তা উচ্চারণ করেন।