রাহুলের স্থলাভিষিক্ত হতে চান আসলাম, লিখলেন চিঠি

প্রকাশ | ০৯ জুন ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
আসলাম খান শের রাহুল গান্ধী
নেহরু-গান্ধী পরিবারের বাইরে থেকে কাউকে যদি কংগ্রেসের সভাপতি পদে বসাতে চান রাহুল গান্ধী, তা হলে তিনি তা গ্রহণ করতে রাজি। রাহুলকে লেখা একটি চিঠিতে এই প্রস্তাব দিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে শোরগোল ফেলে দিয়েছেন দেশটির সাবেক অলিম্পিয়ান তথা সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আসলাম শের খান। শুক্রবার রাহুলের কাছে চিঠি দিয়ে তিনি বলেছেন, দুই বছরের জন্য তিনি কংগ্রেস সভাপতি হতে চান। আসলামের দাবি, ব্যক্তিগত নয়, দলীয় স্বার্থেই এ প্রস্তাব দিয়েছেন তিনি। সংবাদসূত্র : এবিপি নিউজ, এএনআই ভারতেতর সংবাদ সংস্থা 'এএনআই'কে সাবেক এই অলিম্পিয়ান আসলাম বলেন, 'রাহুল গান্ধী যখন সভাপতির পদ ছেড়ে দিতে চাইছেন এবং সেই পদে যখন নেহরু-গান্ধী পরিবারের বাইরের কাউকে বসাতে চাইছেন, তখনই তাকে এই প্রস্তবটা দিই।' তিনি আরও বলেন, 'রাহুল যদি ওই পদে থাকতে চান তো খুব ভালো কথা, না হলে দুই বছরের জন্য এই দায়িত্ব নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত আমি।' তবে কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, দলকে নতুনভাবে ঢেলে সাজানোর কথা ভেবেই রাহুলকে এই প্রস্তাব দিয়েছেন বলে দাবি শের খানের। তিনি বলেন, 'ব্যক্তিগত স্বার্থে আমি চিঠিটা লিখিনি। লিখেছি কারণ, এই মুহূর্তে দলের ভোলবদলের প্রয়োজন। কংগ্রেস নেতৃত্বও সেটা ভালোভাবে জানেন। দলের এই সংকটময় মুহূর্তে এই দায়িত্ব নিতে আমি প্রস্তুত।' এবারের লোকসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। মোট ৫২টি আসন পেয়েছে দলটি। ফলে এবারও দলটি পার্লামেন্টে বিরোধী দলের তকমা পাচ্ছে না। বিরোধী দলের মর্যাদা পেতে হলে দরকার ৫৫ আসন। কিন্তু কংগ্রেসের এই ভরাডুবির জন্য রাহুলকে কোনোভাবেই দায়ী করতে চান না প্রাক্তন অলিম্পিয়ান। তার মতে, রাহুল গান্ধী আপ্রাণ চেষ্টা করেছেন দলকে জেতানোর জন্য। কিন্তু মানুষের কাছে সে ভাবে পৌঁছতে পারেনি কংগ্রেস। আর সে কারণেই ব্যর্থ হয়েছে তারা। তবে দলের মধ্যে যে একটা বড়সড় রদবদলের প্রয়োজন সে বিষয়ে কোনো সন্দেহ নেই বলে মনে করেন আসলাম শের খান। তিনি বলেন, 'এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে, কংগ্রেসের মধ্যে একটা বিশাল পরিবর্তন আনা দরকার। তবে আমার চেয়ে যদি ভালো কোনো প্রার্থী পায় দল, তাকেও সভাপতি করতে পারে।' ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই জল্পনা চলছিল সভাপতির পদ থেকে পদত্যাগ করতে পারেন রাহুল গান্ধী। নির্বাচনে দলের শোচনীয় পরাজয়ের পর সভাপতির পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এ সিদ্ধান্তের বিরুদ্ধে তাকে একাধিকবার বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন দলের জ্যেষ্ঠ নেতারা। রাহুল বলে আসছেন, নেহেরু-গান্ধী পরিবারের বাইরে থেকে কেউ কংগ্রেসের হাল ধরুক, সেটাই তিনি চান। পরে কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে রাহুল সেই প্রস্তাবও দেন। কিন্তু তার সেই প্রস্তাব খারিজ করে দেয় কমিটি। দলকে পুনরুজ্জীবিত করার জন্য রাহুলকে দায়িত্ব দিয়ে একটি প্রস্তাবও পাস করেন কমিটির সদস্যরা। এই পরিস্থিতিতে হঠাৎ শোরগোল ফেলে দিয়েছেন আসলাম শের খান। ১৯৭৫ সালে কুয়ালালামপুরে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে সোনা জয়ী দলের সদস্য আসলাম। এর আগেও তিনি একাধিকবার বিতর্ক তৈরি করেছেন। নিজের দলের নেতাদের বিরুদ্ধেই মুখ খুলে দলের রোষের মুখেও পড়েছিলেন তিনি। একসময় কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন। কিন্তু, মধ্যপ্রদেশ কংগ্রেসের সঙ্গে গোলযোগের জেরে তাকে দল থেকে পদত্যাগ করতে হয়।