সুদানে সংকট

উভয়পক্ষের সঙ্গে বৈঠকে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী

প্রকাশ | ০৯ জুন ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
সুদানের চলমান সংকট নিরসনে করণীয় ঠিক করতে উভয়পক্ষের সঙ্গে বৈঠক করেছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবে আহমেদ। বৈঠকে উভয়পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। এদিকে, মধ্যস্থতাকারী হিসেবে ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রেখেছে আন্দোলনকারীরা। সুদানের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে প্রতিনিধি দল পাঠানোর কথা ভাবছে জাতিসংঘ। সংবাদসূত্র : বিবিসি, এএফপি গত সোমবারের রক্তক্ষয়ী সহিংসতার পর শুক্রবার সুদানের রাজধানী খার্তুমে পৌঁছান ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবে আহমেদ। দেশটির চলমান পরিস্থিতি সমাধানে মধস্থ্যতাকারী হিসেবে সুদানে যান তিনি। বিমানবন্দর থেকে সরাসরি প্রেসিডেন্টসিয়াল প্যালেসে পৌঁছান আবে আহমেদ। সেখানে ক্ষমতাসীন সামরিক কাউন্সিলের প্রধান আবদুল ফাত্তাহ আল-বুরহানের সঙ্গে দেখা করেন তিনি। পরে বিরোধী দল সুদানিজ কংগ্রেসের সঙ্গেও বৈঠক করেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী। ইথিওপিয়ান প্রধানমন্ত্রীর মুখপাত্র বেলিনা থিওম বলেন, 'আফ্রিকান ইউনিয়নের প্রতিনিধি হয়ে এখানে এসেছেন প্রধানমন্ত্রী আবে আহমেদ। তিনি বিভিন্ন বিষয় নিয়ে উভয়পক্ষের সঙ্গে গভীরভাবে আলোচনা করেছেন। আশা করি একটা সমাধানে পৌঁছানো সম্ভব হবে।'