প্রকাশ | ০৯ জুন ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শনিবার ছিল বিশ্ব মহাসাগর দিবস। দিবসটি উপলক্ষে এদিন ভারতের স্বেচ্ছাসেবীরা দিলিস্নর পাশ দিয়ে বয়ে যাওয়া একটি নদীর তীর থেকে আবর্জনা পরিষ্কার করে বস্তা ভর্তি করেন। বলা হয়ে থাকে ভারতের বেশিরভাগ নদীই দূষিত। লোকজনের সচেতনতার অভাবে দেশটির বেশিরভাগ নদীরই আজ এমন দশা। এসব নদীর পানি বিপুল পরিমাণ আবর্জনাসহ প্রতিদিন সাগরে গিয়ে পড়ছে। তাই পরিবেশ বাঁচাতে স্বেচ্ছাসেবীদের এই ক্ষুদ্র প্রচেষ্টা; যাতে লোকজন সচেতন হয় -আউটলুক ইনডিয়া