সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৯ জুন ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শ্রীলংকায় চার্চে বোমা সিরিসেনা তদন্ত কাজে সহায়তা করবেন না যাযাদি ডেস্ক শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা তার মন্ত্রিপরিষদকে বলেছেন, ইস্টার সান ডে'তে চার্চে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় নিরাপত্তা ত্রম্নটির ব্যাপারে পার্লামেন্টের তদন্তে তিনি সহায়তা করবেন না। গত ২১ এপ্রিল চার্চে চালানো হামলা নিয়ে তদন্তকাজে নিয়োজিত পার্লামেন্টারি সিলেক্ট কমিটির (পিএসসি) বিরোধিতা করতে শুক্রবার রাতে সিরিসেনা মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক ডাকেন। ওই হামলায় ২৫৮ জন নিহত ও প্রায় ৫০০ জন আহত হন। মন্ত্রিপরিষদের একটি সূত্র জানায়, সিরিসেনা ওই কমিটির কাছে কোনো পুলিশ, সেনা বা গোয়েন্দা সদস্যকে সাক্ষ্য প্রদান বা জবাবদিহিতা করার অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানায়, মন্ত্রিপরিষদের বৈঠকটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। সূত্রটি আরও জানায়, সরকার পিএসসিকে বাতিল করতেও সম্মত হয়নি। সিরিসেনার কার্যালয় থেকে এই বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে কিছু জানায়নি। তবে কার্যালয় জানিয়েছে, প্রেসিডেন্ট পিএসসির কাছে সাক্ষ্য বা জবাবদিহিতা করতে কর্মকর্তাদের অনুমতি না দেয়ার জন্য শুক্রবার সিনিয়র পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। সংবাদসূত্র : এএফপি অনলাইন পাকিস্তানে রাস্তার পাশের বোমায় ৪ সেনা নিহত যাযাদি ডেস্ক পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে চার সেনা নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। শুক্রবার খার কামার এলাকায় একটি সড়কে বিস্ফোরণেরই ওই ঘটনা ঘটে। এর আগে সড়কে পুঁতে রাখা অন্য একটি বোমা বিস্ফোরণের ঘটনায় সেনাদের তলস্নাশি অভিযান চলাকালে আবারও বিস্ফোরণ হয়। পাকিস্তানি তালেবান ওই হামলার দায় স্বীকার করেছে। খার কামার এলাকায় বিভিন্ন হামলায় গত মাসেও অন্তত ১০ সেনা নিহত এবং ৩৫ জনের বেশি সেনা আহত হয়। সংবাদসূত্র : রয়টার্স সাগরে সংঘর্ষ এড়াল রুশ-মার্কিন জাহাজ যাযাদি ডেস্ক পূর্ব এশিয়ার জলসীমায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজ 'অল্পের জন্য' নিজেদের মধ্যে সংঘর্ষ এড়াতে সক্ষম হয়েছে। শুক্রবার ফিলিপাইন সাগরে দুই দেশের রণতরী দুটি মাত্র ৫০ মিটার ব্যবধানে চলে এসেছিল। শ্বাসরুদ্ধকর এই পরিস্থিতি এবং 'বিপজ্জনক ও অপেশাদার আচরণ'র জন্য মস্কো ও ওয়াশিংটন একে অপরকে দায়ী করছে। সিরিয়ার উপকূলে রাশিয়ার একটি যুদ্ধবিমানের হাতে মার্কিন গুপ্তচর বিমানের পথরোধের অভিযোগ নিয়ে ওয়াশিংটন ও মস্কোর উত্তপ্ত বাক্য বিনিময়ের কয়েক দিন পর এশিয়ার জলসীমায় এ ঘটনা ঘটল। রুশ এমপি অ্যালেক্সেই পুশকভ দুই দেশের এই চাপানউতোরকে 'বিপজ্জনক' হিসেবে অ্যাখ্যা দিয়েছেন। সংঘর্ষ এড়াতে রুশ যুদ্ধজাহাজটি 'জরুরি ব্যবস্থা' নিতে বাধ্য হয় বলেও জানিয়েছেন তারা। রাশিয়ান প্যাসিফিক ফ্লিট বলছে, শুক্রবার মার্কিন রণতরী ইউএসএস চ্যান্সেলরসভিল গতিপথ বদলে রুশ ডেস্ট্রয়ার অ্যাডমিরাল ভিনোগ্রাদভের ৫০ মিটার দূরত্বে চলে আসে। শুক্রবার এ ঘটনার সময় পূর্ব চীন সাগরের পূর্বাংশে ফিলিপাইনের জলসীমায় বেশ কয়েকটি রুশ যুদ্ধজাহাজ অবস্থান করছিল। সংবাদসূত্র : রয়টার্স পর্যটকদের মহাকাশে নিয়ে যাবে নাসা যাযাদি ডেস্ক পর্যটকদের জন্য আন্তর্জাতিক স্পেস স্টেশন উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। প্রতি রাতে সে জন্য তাদের গুণতে হবে ৩৫ হাজার ডলার। ২০২০ সাল থেকে এই বিশেষ সুবিধা দেয়া শুরু করবে নাসা। স্পেস স্টেশনের উপ-পরিচালক রবিন গাটেন্স বলেন, প্রতিবছর এমন দুটি ছোট সফর আয়োজন করা হবে। নাসা জানিয়েছে, মার্কিন মহাকাশযানে করে সেখানে গিয়ে ৩০ দিন পর্যন্ত থাকার অনুমতি মিলবে তাদের। সংস্থাটির প্রধান অর্থনৈতিক কর্মকর্তা জেফ ডিউইট বলেন, 'আন্তর্জাতিক স্পেস স্টেশনকে বাণিজ্যিক সম্ভাবনা হিসেবে ব্যবহার করছে নাসা। এর আগে আমরা কখনোই এমন কিছু করিনি।' নাসা জানায়, এই বাণিজ্যিক সফরগুলোর আগে পর্যটকদের সব ধরনের মেডিকেল পরীক্ষা ও প্রশিক্ষণ দেয়া হবে। এই প্রকল্পে এলন মাস্কের স্পেস এক্স এবং বোয়িংকে নিয়োগ দিয়েছে সংস্থাটি। তারা নভোচারীদের কাছ থেকে মহাকাশযানের ভাড়াও নেবে। এর পরিমাণ হবে প্রায় ছয় কোটি ডলার। এর আগে নাসা নিজেই স্পেস স্টেশনে যেকোনো ধরনের বাণিজ্যিক কর্মকান্ড নিষিদ্ধ করেছিল। তবে স্পেস স্টেশনের মালিকানা নাসার নয়। ১৯৯৮ সালে রাশিয়ার সঙ্গে এটি নির্মাণ করে তারা। এখন এখানে তাদের নিয়ন্ত্রণ। ২০০১ সালে রাশিয়াকে দুই কোটি ডলার দিয়ে প্রথমবারের মতো এই স্টেশন ভ্রমণ করেন মার্কিন ব্যবসায়ী ডেনিস টিটো। সংবাদসূত্র : রয়টার্স