শ্রীলংকার গোয়েন্দা প্রধান বরখাস্ত

প্রকাশ | ১০ জুন ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
শ্রীলংকার জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধানকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। দেশটিতে ইস্টার সানডের ভয়াবহ সিরিজ বোমা হামলার ঘটনাকে কেন্দ্র করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওই হামলার আগেই হামলা সম্পর্কে গোপন তথ্য পাওয়া গিয়েছিল। কিন্তু এসব তথ্যকে গুরুত্ব দেননি দেশটির গোয়েন্দা-প্রধান। গত শুক্রবার রাতে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। সেখানেই গোয়েন্দা প্রধানকে বরখাস্তের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। গত ২১ এপ্রিল ইস্টার সানডে উদযাপনের সময় শ্রীলংকায় ভয়াবহ সিরিজ বোমা হামলা চালানো হয়। এতে ৪৫ বিদেশিসহ ২৫৮ জন নিহত হন। এছাড়া আরও প্রায় পাঁচ শতাধিক মানুষ আহত হন। গত সপ্তাহে অনুসন্ধানের ওপর ভিত্তি করেই গোয়েন্দা প্রধানকে বরখাস্ত করা হলো। অবহেলা না করলে ওই হামলা প্রতিহত করা সম্ভব হতো। তবে বরখাস্ত হওয়া গোয়েন্দা-প্রধান প্রেসিডেন্টের সমালোচনা করে বলেছেন, নিরাপত্তা কমিটির সঙ্গে নিয়মিত বৈঠক করতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন প্রেসিডেন্ট। সংবাদসূত্র : এনডিটিভি