পাক আকাশপথ ব্যবহার করবেন না মোদি

প্রকাশ | ১৩ জুন ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক

 ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের সম্মতি দিয়েছিল পাকিস্তান। কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মোদি পাকিস্তানের আকাশপথ ব্যবহার করবেন না। ঘুরপথে যাবেন কিরঘিজস্তানের বিশকেকে আয়োজিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে যোগ দিতে। পাকিস্তানের আকাশসীমা এড়িয়েই উড়বে তার বিমান। ওমান এবং ইরান হয়ে বিশকেক পৌঁছাবেন তিনি। সংবাদসূত্র : এনডিটিভি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বুধবার জানিয়েছেন, 'বিশকেক যাওয়ার জন্য প্রধানমন্ত্রীর ভিভিআইপি বিমানের দুটি যাত্রাপথের কথা ভেবেছিল সরকার। তবে এখন ওমান, ইরান এবং মধ্য এশিয়ার দেশগুলোর হয়েই ভিভিআইপি বিমান উড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।' ১৩-১৪ জুন বিশকেকে এসসিও সম্মেলেনে অংশ নেবেন ভারত এবং পাকিস্তান, দুই দেশের নেতাই। কিরঘিজস্থান যেতে হলে পাকিস্তানের আকাশপথ হয়ে যাওয়া সহজ। কিন্তু পাকিস্তানের বালাকোটে ভারতের বিমান হামলার পর থেকে দেশটি তাদের আকাশপথ ভারতের ব্যবহারের জন্য পুরোপুরি বন্ধ করে দেয়।