ফ্রান্সে ছুরি হামলায় একজন নিহত ৩ পুলিশ আহত

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

আন্তর্জাতিক ডেস্ক
ফ্রান্সের পূর্বাঞ্চলের শহর মুলুজে ছুরি হামলায় একজন নিহত ও তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ৩৭ বছর বয়সি এক আলজেরীয়কে গ্রেপ্তার করা হয়েছে। সন্দেহভাজন এ ব্যক্তি হামলার সময় 'আলস্নাহু আকবার' বলে বারবার চিৎকার করায় একে সন্ত্রাসী হামলা ধরে নিয়েই তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে বিবিসি। হামলায় আহত তিনজনের মধ্যে দুই পুলিশ কর্মকর্তার অবস্থা গুরুতর। একজনের ঘাড়ে ও অন্যজনের বুকে আঘাত লেগেছে। ৬৯ বছর বয়সী এক পর্তুগিজ পুলিশের ওপর এ হামলায় বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, তিনিও ছুরিকাহত হন এবং পরে মারা যান। সন্ত্রাসবাদ সংক্রান্ত নজরদারি তালিকায় থাকা এ সন্দেহভাজনকে হামলার আগেই কর্তৃপক্ষ তার নিজ দেশে ফেরত পাঠানোর আদেশ দিয়েছিল, বলেছেন স্থানীয় কৌঁসুলি। শনিবারের এ ঘটনাকে 'ইসলামপন্থি সন্ত্রাসী হামলা' বলে অভিহিত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। "এটি যে উগ্র ইসলামপন্থি সন্ত্রাসী হামলা, তাতে কোনো সন্দেহ নেই। আমাদের মাটি থেকে সন্ত্রাসবাদ পুরোপুরি নিশ্চিহ্নের কাজ চালিয়ে যেতে সরকার ও আমার দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করছি আমি," বলেছেন তিনি। গণপ্রজাতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের সমর্থনে হওয়া এক কর্মসূচির সময় এ হামলা হয়, আহত পুলিশ সদস্যরা সেখানে টহলে ছিলেন।