যুক্তরাষ্ট্র-ইউরোপের মধ্যে ঐক্যের আহ্বান জেলেনস্কির

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

আন্তর্জাতিক ডেস্ক
ভলোদিমির জেলেনস্কি
যুক্তরাষ্ট্র এবং এবং ইউরোপের মধ্যে শান্তি দীর্ঘস্থায়ী করতে নিজেদের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনে রাশিয়ার হামলার তিন বছর পূর্তির প্রাক্কালে রোববার তিনি এই আহ্বান জানান। সাম্প্রতিক সময়ে মস্কোর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের উন্নয়নের কারণে হতাশ হয়ে পড়ে জেলেনস্কি। এছাড়া চলতি সপ্তাহে সৌদি আরবে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। কারণ ওই বৈঠকে ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি। এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, ইউক্রেনের জন্য একটি স্থায়ী এবং ন্যায়সঙ্গত শান্তি অর্জনের জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে। এটি সব অংশীদারদের ঐক্যের মাধ্যমে সম্ভব- আমাদের সমগ্র ইউরোপের শক্তি, আমেরিকার শক্তি, যারা দীর্ঘস্থায়ী শান্তি চায় তাদের সকলের শক্তি প্রয়োজন।