দুই দশকের মধ্যে প্রথমবারের মতো পশ্চিম তীরে গেল ট্যাংক

গাজায় যে কোনো মুহূর্তে ইসরাইলি হামলা!

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

আন্তর্জাতিক ডেস্ক
গাজায় ইসরাইলি ট্যাংক -ফাইল ছবি
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইল যে কোনো মুহূর্তে ফের হামলা শুরু করতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, 'চুক্তি বা অন্য যে কোনো উপায়ে' যুদ্ধের লক্ষ্য সম্পূর্ণভাবে অর্জন করবেন তারা। রোববার ইসরাইলি সেনাবাহিনীর কর্মকর্তাদের এক অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, আমরা যেকোনো মুহূর্তে তীব্র লড়াইয়ে ফিরতে প্রস্তুত। গাজায় আমরা হামাসের অধিকাংশ সংগঠিত বাহিনী ধ্বংস করেছি। কিন্তু কোনো ভুল করবেন না, আমরা যুদ্ধের লক্ষ্য পুরোপুরি অর্জন করবো, সেটি হোক আলোচনার মাধ্যমে অথবা অন্য কোনো উপায়ে। দুই দশকের মধ্যে প্রথমবারের মতো অধিকৃত পশ্চিম তীরে ট্যাংক পাঠিয়েছে ইসরাইল। ইসরাইলি সেনাদের সেখানে 'দীর্ঘমেয়াদি অবস্থানের' জন্য প্রস্তুতি নিতে বলেছে নেতানিয়াহুর সরকার। এই উত্তেজনার মধ্যে গত কয়েক ঘণ্টায় অধিকৃত পশ্চিম তীরজুড়ে একাধিক সামরিক অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী। হামলার লক্ষ্যবস্তু হয়েছে হেবরন শহর, তুলকারেমের পূর্বে নূর শামস শরণার্থী শিবির, রামালস্নাহ শহরের বেইতুনিয়া এলাকা, উত্তরে রামালস্নাহর কোবার ও সিলওয়াদ শহর, জেনিনের পশ্চিমে সিলাত আল-হারিথিয়া ও জেনিনের দক্ষিণে কাবাতিয়া শহর। ফলিস্তিনি সংবাদমাধ্যম কুদস নিউজ নেটওয়ার্ক ও ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, জেনিনের পশ্চিমে বুরকিন শহরে অভিযান চালিয়ে ইসরাইলি বাহিনী একটি গুরুত্বপূর্ণ সড়ক চৌরাস্তা ধ্বংস করেছে। ইসরাইলি সামরিক বাহিনী বুলডোজারসহ ভারী যন্ত্রপাতি ব্যবহার করে আল-আবারাহ রাউন্ডঅ্যাবাউট খুঁড়ে ফেলেছে, যার ফলে সড়কটি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। ফিলিস্তিনি ন্যাশনাল ইনিশিয়েটিভের মহাসচিব মুস্তাফা বারঘুতি বলেছেন, গাজা ও পশ্চিম তীরে ইসরাইলি সামরিক অভিযানের এই বৃদ্ধির ফলে 'পরিস্থিতি সম্পূর্ণ যুদ্ধের দিকে চলে যেতে পারে'। তার মতে, পশ্চিম তীরে ট্যাংক মোতায়েন এবং ২০০২ সালের পর থেকে সবচেয়ে বড় সামরিক উপস্থিতি বজায় রাখা 'প্রকৃতপক্ষে পশ্চিম তীর ফের দখল ও সম্পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা', যা ফিলিস্তিনি কর্তৃপক্ষের অস্তিত্বকে প্রায় অপ্রাসঙ্গিক করে দিচ্ছে। বারঘুতি বলেন, শনিবার ৬০০-র বেশি ফিলিস্তিনিকে মুক্তি না দিয়ে ইসরাইল 'যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন করেছে'। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বারঘুতি বলেন, যদি নেতানিয়াহুকে পশ্চিম তীরের অভিযান চালিয়ে যেতে ও গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করতে দেওয়া হয়, তাহলে তা চিরতরে দ্বি-রাষ্ট্র সমাধানের অবসান ঘটাতে পারে।