অশোভন আচরণ

নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

আন্তর্জাতিক ডেস্ক
আইনের শাসনের এক অনন্য উদাহরণ দেখা গেছে নিউজিল্যান্ডে। অধীনস্থ কর্মীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগে সমালোচনার মুখে পদত্যাগে বাধ্য হয়েছেন দেশটির বাণিজ্যমন্ত্রী অ্যান্ড্রম্ন বেইলি। তার অপরাধ ছিল, গত সপ্তাহে আলোচনার এক পর্যায়ে কিছুটা আধিপত্য দেখিয়ে ওই কর্মীর বাহুতে হাত রাখা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে সোমবার এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বেইলি বলেছেন, সবার ধারণা ওই কর্মীর সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। আসলে দুজনের মধ্যে আবেগঘন আলোচনা চলছিল। বিবৃতিতে তিনি আরও বলেছেন, আপনারা বোধহয় জানেন, মন্ত্রণালয়ে কাজের গতি ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে আমি কতটা উদ্গ্রীব। গত সপ্তাহে ওই কর্মীর সঙ্গে একটা কাজ নিয়ে কথা বলতে গিয়ে আমি কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ি। তবে আমি বেশি বাড়াবাড়ি করেছি তার বাহুতে হাত রেখে, যা ঊর্ধ্বতন হিসেবে আমার জন্য অশোভন। অবশ্য মন্ত্রিত্ব ছাড়লেও পার্লামেন্ট সদস্য হিসেবে এখনও বহাল আছেন তিনি। বেইলির বিরুদ্ধে গত অক্টোবরেও কর্মীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছিল।