দ.কোরিয়ায় ধসে পড়া সেতু কাঠামো - ইন্টারনেট
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের দক্ষিণে একটি এলাকায় নির্মাণাধীন মহাসড়ক সেতুর কাঠামো ধসের ঘটনায় অন্তত চারজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, মঙ্গলবার সকালে সিউল থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণে আনসেয়ংয়ে দুর্ঘটনাটি ঘটে। এ সময় মহাসড়কটির সেতুকে ধরে রাখা পাঁচটি ৫০ মিটারের কাঠামো পরপর ধসে পড়ে। একটি ক্রেন দিয়ে নির্দিষ্ট স্থানে বসানোর পর কাঠামোগুলো ভেঙে পড়ে। আনসেয়ংয়ে দমকল কর্মকর্তা কো কিয়ং-ম্যান জানান, চীনের দুই নাগরিকসহ চারজন নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা সঙ্কটজনক। তাদের মধ্যে চীনের আরেক নাগরিক আছেন। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক কেউ নিখোঁজ থাকলে তাকে উদ্ধারে এবং আরও ক্ষয়ক্ষতি এড়াতে সুরক্ষা পদক্ষেপ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বলে তার দপ্তর জানিয়েছে। দমকল সংস্থা জানিয়েছে, তলস্নাশি ও উদ্ধার অভিযানের জন্য তারা তিনটি হেলিকপ্টার ও প্রায় ১৫০ জন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়েছে।