পশ্চিমবঙ্গে হাসপাতালে কর্মবিরতি দুই দিনে ২৮ জনের মৃতু্য

প্রকাশ | ১৪ জুন ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
হাসপাতালে গিয়েও চিকিৎসাবঞ্চিত এক রোগী
ভারতের পশ্চিমবঙ্গে এনআরএস মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারদের মারধর করার পর থেকে বিক্ষোভ ও কর্মবিরতি চলছে রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে। ঘটনার ৩৬ ঘণ্টা কেটে গেলেও বিক্ষোভ থামেনি এখনো। বিশেষ করে জরুরি বিভাগ খোলা না থাকায় একের পর এক রোগীর মৃতু্য নিয়ে ছড়িয়েছে চাঞ্চল্য। অনেকে অভিযোগ করছেন, হাসপাতালে রোগীর মৃতু্য স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। প্রতিদিন গড়ে এখানে প্রায় ১০ থেকে ১২ জন রোগীর মৃতু্য হয়। সংবাদসূত্র : এবিপি, এনডিটিভি এ অবস্থায় বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করেই হাজির হন এসএসকেএম হাসপাতালে। সেখানে গিয়ে পরিস্থিতি সরেজমিন দেখেন, কথা বলেন অপেক্ষমাণ রোগীদের আত্মীয়-পরিজনদের সঙ্গেও। তবে জরুরি বিভাগের পাশেই আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা 'উই ওয়ান্ট জাস্টিস' স্স্নোগান দিতে থাকেন। তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারী চিকিৎসকরা। এরপরই মমতা মাইক হাতে আন্দোলনকারীদের কাজে যোগ দেয়ার অনুরোধ করেন। প্রথমে শান্ত হয়ে তাদের আলোচনায় বসার আবেদন করলেও পরে কড়া মনোভাব নিয়েছেন তিনি। এসএসকেএম হাসপাতালে দাঁড়িয়েই তিনি চার ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে আন্দোলনকারীদের জানিয়ে দিয়েছেন, কাজে যোগ না দিলে সরকার কোনো দায়িত্ব নেবে না। পাশাপাশি এদিন তিনি আরও দাবি করেছেন, এই আন্দোলনে বহিরাগতদের প্রভাব রয়েছে। মমতা এদিন চারদিন ধরে অপেক্ষা করা এক রোগীকে বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেন। এরপরই তিনি বলেন, জুনিয়র ডাক্তাররা রাজনীতি করছেন। এদিকে, জরুরি বিভাগের পরিষেবা বন্ধ থাকায় গত ২৪ ঘণ্টায় প্রায় ২৫ জনের বেশি রোগীর মৃতু্য হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার ১৫ এবং বুধবার আরও ১৩ জন রোগীর মৃতু্য হয়েছে। যাদের মধ্যে চারজন নবজাতক। বৃহস্পতিবার আরও সাতজনের মৃতু্য হয়েছে। একই ঘটনা ঘটেছে বর্ধমান, বাঁকুড়া ও মুর্শিদাবাদ মেডিকেল কলেজেও।