ওমান উপসাগরে দুই ট্যাঙ্কারে আগুন ৪৪ ক্রু উদ্ধার

প্রকাশ | ১৪ জুন ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ওমান উপসাগরে আগুন ধরে যাওয়া দুটি তেলের ট্যাঙ্কারের কয়েক ডজন ক্রুকে ইরান উদ্ধার করেছে। 'কোকুয়া কারেজেস' ও 'ফ্রন্ট আলটেয়ার' নামের ওই দুটি জাহাজে কীভাবে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট হওয়া যায়নি। সংবাদসূত্র : বিবিসি, রয়টার্স ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম 'একটি দুর্ঘটনার' পর ৪৪ ক্রুকে উদ্ধারের খবর দিলেও দুর্ঘটনার কারণ জানায়নি। সংযুক্ত আরব আমিরাতের জলসীমায় চারটি তেলের ট্যাঙ্কারে 'অন্তর্ঘাতমূলক হামলার' এক মাস পর ওমান উপসাগরে এ ঘটনা ঘটলো। মে মাসের ওই মাইন হামলায় আরব আমিরাত 'একটি দেশের সরকারের হাত আছে' বলে জানিয়েছিল। যুক্তরাষ্ট্র ওই ঘটনার জন্য ইরানকে দায়ী করলেও তেহরান তা অস্বীকার করেছে। এদিকে, বৃহস্পতিবারের এ ঘটনার পর পাঁচ মাস ধরে নিম্নগামী তেলের দাম তিন দশমিক ৯ শতাংশ বেড়েছে। ফ্রন্ট আলটেয়ারকে ভাড়া নেয়া তাইওয়ানের রাষ্ট্রীয় তেল শোধনাগার প্রতিষ্ঠান সিপিসি করপোরেশনের মুখপাত্র উ আই-ফ্যাং বলেছেন, তাদের জাহাজটি ৭৫ হাজার টন ন্যাপথা পরিবহন করছিল।