ক্যামেরুনে জঙ্গি হামলা, ২১ সেনাসহ নিহত ৩৭

প্রকাশ | ১৪ জুন ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ক্যামেরুনের উত্তরাঞ্চলে একটি দ্বীপে বোকো হারাম জঙ্গিগোষ্ঠীর হামলায় ২১ সেনাসহ অন্তত ৩৭ জন নিহত হয়েছে। রাজধানী ইয়াওনডে থেকে প্রায় এক হাজার কিলোমিটার উত্তরে লেক শাদের কাছে দারাক দ্বীপে হামলার এ ঘটনা ঘটে। গোষ্ঠীটির প্রায় ৩০০ জঙ্গি এ হামলা চালায় বলে বুধবার জানিয়েছেন ক্যামেরুনের কর্মকর্তারা। সংবাদসূত্র : রয়টার্স জঙ্গিরা রকেট লাঞ্চার দিয়ে আটটি সেনাশিবিরে হামলা চালায়। এ সময় কয়েক ঘণ্টা স্থায়ী এক বন্দুকযুদ্ধে বোকো হারামের ৬৪ জঙ্গিও নিহত হয়েছে বলে ক্যামেরুনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। এছাড়া ৪০ জনকে আটক করা হয়েছে। এই হামলা গত কয়েক বছরের মধ্যে ক্যামেরুনে চালানো বোকো হারামের সবচেয়ে নৃশংস হামলাগুলোর মধ্যে একটি। নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে কট্টর ইসলামী শরিয়া আইনভিত্তিক একটি খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে প্রায় এক দশক ধরে লড়াই করছে জঙ্গি এই গোষ্ঠীটি। বোকো হারামের জঙ্গিরা প্রায়ই নাইজেরিয়ার সীমান্ত পেরিয়ে প্রতিবেশী ক্যামেরুন, নাইজার ও শাদে হামলা চালিয়ে থাকে। তাদের এ লড়াইয়ে ওই অঞ্চলের অন্তত ২৭ হাজার লোক নিহত ও প্রায় ১৮ লাখ লোক বাস্তুচু্যত হয়েছেন।