সিউলের দাবি

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রশিয়ায় উ.কোরিয়ার বাড়তি সেনা

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়াতে বাড়তি সেনা মোতায়েন করেছে উত্তর কোরিয়া। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সহায়তার জন্য সেনা পাঠানোর ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেওয়া হলো। দক্ষিণ কোরীয় গোয়েন্দা সংস্থার বরাতে দেশটির সংবাদমাধ্যম এ তথ্য জানালেও নতুন মোতায়েনকৃত সেনা সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার কুরস্ক অঞ্চলের যুদ্ধক্ষেত্রে বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে। রুশ এই অঞ্চলে গত বছর আকস্মিকভাবে অনুপ্রবেশ করে অনেকখানি অংশের দখল নেয় ইউক্রেনীয় সেনারা। তাদের সীমানার বাইরে ঠেলে ফেরত পাঠানোর জন্য রুশ সেনারা লড়াই চালিয়ে যাচ্ছে। দক্ষিণ কোরীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টিলিজেন্স সার্ভিসের (এনআইএস) এরআগে জানায়, ইউক্রেন যুদ্ধে লড়াই করার জন্য রাশিয়ায় ১১ হাজারের বেশি সেনা মোতায়েন করেছিল উত্তর কোরিয়া।