রাশিয়া-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণে তুরস্কে বৈঠক
প্রকাশ | ০১ মার্চ ২০২৫, ০০:০০
আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক কার্যক্রম স্বাভাবিকীকরণের লক্ষ্যে তুরস্কে বৈঠক করেছেন দুদেশের প্রতিনিধিরা। বৃহস্পতিবার ছয় ঘণ্টা আলোচনা শেষে রুশ প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে যোগাযোগের প্রাথমিক ধাপের পর তিনি ভালো কিছু আশা করছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রুশ রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস জানিয়েছে, ইস্তাম্বুলে অবস্থিত মার্কিন কনসাল জেনারেল কার্যালয়ে রুদ্ধদ্বার এই বৈঠকের আয়োজন করা হয়। ছয় ঘণ্টা আলোচনা শেষে বৈঠক বিষয়ে সংবাদমাধ্যমে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।
বৃহস্পতিবার রুশ গোয়েন্দা সংস্থা এফএসবি কর্মীদের প্রতি দেওয়া এক ভিডিও বার্তায় পুতিন বলেছেন, নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে প্রাথমিক সংলাপ কিছুটা আশা জাগাচ্ছে। দুপক্ষের মধ্যে পারস্পরিক সম্পর্ক পুনরুদ্ধার এবং বৈশ্বিক নিরাপত্তার কাঠামোয় গড়ে ওঠা দীর্ঘমেয়াদি সমস্যাগুলোর সমাধানের লক্ষ্যে কাজ করার ইতিবাচক মনোভাব দেখা গেছে। দুদেশের কূটনীতিক নিয়োগ সংক্রান্ত বিষয়ে আলোচনা মূলত সীমাবদ্ধ ছিল। দ্বিপাক্ষিক সম্পর্কে পরিধি বৃদ্ধির প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে এই বৈঠককে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবারের সভায় মূলত দূতাবাসে কর্মি নিয়োগ, ভিসা প্রক্রিয়া ও কূটনৈতিক ব্যাংকিং নিয়ে আলোচনা হয়েছে। বিগত এক দশকে পারস্পরিক দ্বন্দ্বের জেরে দুদেশই একে অপরের একাধিক কূটনীতিবিদকে বহিষ্কার করে দিয়েছে। এতে দুদেশের দূতাবাসেই তৈরি হয়েছে কর্মী সংকট। গত বছর ক্রেমলিন দাবি করেছিল, ইউক্রেনকে সামরিক সহায়তা ও রাশিয়ার ওপর একগাদা নিষেধাজ্ঞা আরোপের কারণে বাইডেন আমলে মস্কো-ওয়াশিংটন সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। তবে হোয়াইট হাউসের হাল ট্রাম্পের হাতে যাওয়ার পর থেকেই পরিস্থিতি বদলানোর ইঙ্গিত পাওয়া যায়।