জেলেনস্কির পাশে ইউরোপীয় নেতারা

প্রকাশ | ০২ মার্চ ২০২৫, ০০:০০

আন্তর্জাতিক ডেস্ক
হোয়াইট হাউসের ওভাল অফিসে জেলেনস্কি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের উত্তপ্ত বাকবিতন্ডার পর পশ্চিমা নেতারা তড়িঘড়ি করে ইউক্রেনের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তবে এটা স্পষ্ট শুক্রবারের উত্তপ্ত বৈঠকের পর ওয়াশিংটন ও তার প্রধান মিত্রদের মধ্যে আরও গভীর ফাটল তৈরি করেছে। ইউরোপীয় নেতারা বুঝতে পারছেন না কেন ট্রাম্প হঠাৎ এত তীব্রভাবে জেলেনস্কির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং আলোচনার আগেই পুতিনের সামনে কিছু মূল বিষয়ে ছাড় দিয়ে দিয়েছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ট্রাম্প ও জেলেনস্কির বিতর্কের পর দুজনের সঙ্গেই কথা বলেছেন এবং ইউক্রেনের প্রতি তার 'অটল সমর্থন' পুনর্ব্যক্ত করেছেন। ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, স্টারমার একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ খুঁজে বের করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, যা ইউক্রেনের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার ওপর ভিত্তি করে হবে। স্টারমার ট্রাম্পকে সতর্ক করেছেন, যেন তিনি এমন কোনো শান্তিচুক্তি গ্রহণ না করেন যা রাশিয়া বা তার মিত্রদের পুরস্কৃত করবে।