ইউক্রেনকে আর্থিক ও সামরিক সহায়তা বন্ধের ঘোষণা স্স্নোভাকিয়ার
প্রকাশ | ০৩ মার্চ ২০২৫, ০০:০০
আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনকে আর্থিক ও সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে স্স্নোভাকিয়া। মধ্য ইউরোপের এই দেশটি বলেছে, তারা ইউক্রেনকে সামরিক ও আর্থিকভাবে সহায়তা দেওয়া বন্ধ করে দেবে। এমনকি ইউক্রেন কখনোই সামরিক শক্তির অবস্থান থেকে আলোচনার জন্য যথেষ্ট শক্তিশালী নয় বলেও উলেস্নখ করেছে দেশটি। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। বার্তাসংস্থাটি বলছে, ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়ে স্স্নোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো শনিবার সোশ্যাল মিডিয়া পস্ন্যাটফর্ম এক্সে একটি খোলা চিঠি প্রকাশ করেছেন। সেখানে তিনি লিখেছেন, "স্স্নোভাকিয়া যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে আর্থিক বা সামরিকভাবে সমর্থন করবে না। যদি অন্যরা এটি করতে চায় তবে আমরা সেটিকে সম্মান করব।" ফিকো বলেছেন, "শক্তির (প্রয়োগের) মাধ্যমে শান্তি" সম্পর্কে স্স্নোভাকিয়ার আপত্তি রয়েছে: 'ইউক্রেন কখনোই সামরিক শক্তির অবস্থান বিবেচনায় আলোচনার জন্য যথেষ্ট শক্তিশালী নয়'।" তিনি আরও বলেন, "ইইউ শীর্ষ সম্মেলনে স্স্নোভাকিয়া অন্যান্য বিষয়গুলোর মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার প্রস্তাব করেছে, যা প্রেসিডেন্ট জেলেনস্কি এবং বিপুল সংখ্যক ইইউ সদস্য রাষ্ট্র প্রত্যাখ্যান করেছে।"
ফিকো বলেছেন, শীর্ষ সম্মেলনের উপসংহারে "স্পষ্টভাবে ইউক্রেনের মাধ্যমে স্স্নোভাকিয়া এবং পশ্চিম ইউরোপে গ্যাসের ট্রানজিট পুনরায় চালু করার প্রয়োজনীয়তা অন্তর্ভুক্ত করার" দাবি করেছে তার দেশ।