ব্রিটিশ প্রধানমন্ত্রীর দৌড়ে প্রথম দফায় জয়ী বরিস

প্রকাশ | ১৫ জুন ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
যুক্তরাজ্যের রক্ষণশীল দলের নেতা ও পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনে প্রথম দফায় সর্বোচ্চ ভোট পেয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। বৃহস্পতিবার পার্লামেন্টের নিম্নকক্ষ 'হাউস অব কমন্সে' অনুষ্ঠিত গোপন ব্যালটের নির্বাচনে ১১৪ ভোট পেয়েছেন তিনি। ৪৩ ভোট পেয়ে জেরেমি হান্ট দ্বিতীয় আর ৩৭ ভোট পেয়ে মাইকেল গোভ হয়েছেন তৃতীয়। সংবাদসূত্র : বিবিসি পরবর্তী ধাপের নির্বাচনে টিকতে প্রয়োজনীয় নূ্যনতম ১৭ আইনপ্রণেতার ভোট না পাওয়ায় বাদ পড়েছেন তিন প্রার্থী মার্ক হারপার, আন্দ্রে লেদসাম এবং এস্তার ম্যাকভে। আগামী সপ্তাহে দ্বিতীয় দফার ভোটে অংশ নেবেন টিকে থাকা সাত প্রার্থী। ওই দফায় নির্বাচনে শীর্ষ দুই প্রার্থীর মধ্য থেকে একজনকে নেতা হিসেবে বেছে নেবেন রক্ষণশীল দলের সদস্যরা। ধারণা করা হচ্ছে, আগামী ২২ জুলাই তাকেই ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে'র উত্তরসূরি ঘোষণা করবে ক্ষমতাসীন দলটি। ব্রেক্সিট ইসু্যতে মতপার্থক্যের কারণে থেরেসার নেতৃত্বাধীন মন্ত্রিসভা থেকে সরে যান বরিস জনসন। আর ব্রেক্সিট ইসু্যতে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়ে গত মাসে পদত্যাগের ঘোষণা দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে।