অমিত শাহই থাকছেন বিজেপির সভাপতি

প্রকাশ | ১৫ জুন ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সভাপতি থাকছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ই। তিনি এখনই পদ ছাড়ছেন না। সংবাদসূত্র : এবিপি নিউজ নিয়ম অনুযায়ী, একজন নেতা সরকার বা দলের একটি পদেই থাকতে পারবেন। বিজেপির এই 'এক ব্যক্তি, এক পদ' নিয়ম অনুযায়ী তাহলে সরকারের মন্ত্রী পদ পাওয়ার পরে দলের সভাপতির পদটি অমিত শাহকে যত শিগগিরই সম্ভব ছেড়ে দেয়া উচিত। কিন্তু তিনি তা করছেন না। আপাতত দলের সভাপতি পদে অমিত শাহ-ই থাকছেন। চলতি বছরের বিধানসভা ভোটও হবে তার নেতৃত্বে। লোকসভা নির্বাচনে দলকে ৩০০ পার করানোর পরও বিজেপি 'শিখরে' পৌঁছেছে বলে মানছেন না অমিত শাহ। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গসহ সব রাজ্যে ক্ষমতা দখলের পরই শিখরে পৌঁছেছেন বলে মানবেন। নরেন্দ্র মোদির সরকারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পাওয়ার পর প্রশ্ন উঠেছিল, এবারে কি বিজেপির সর্বভারতীয় সভাপতি পদ থেকে সরে গিয়ে অন্য কাউকে বসাবেন অমিত? পাঁচ বছর আগে মোদি যখন প্রথম প্রধানমন্ত্রী হন, তখন দলের সভাপতি ছিলেন রাজনাথ সিং। কিন্তু তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার দুই মাসের মধ্যে অমিত শাহ তার উত্তরসূরি হন।