জার্মানিতে আবারও ভিড়ে গাড়ি ঢুকে নিহত ২

প্রকাশ | ০৫ মার্চ ২০২৫, ০০:০০

আন্তর্জাতিক ডেস্ক
এবার জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর মানহাইমে একটি গাড়ি পথচারীদের এলাকায় ঢুকে পড়লে দুইজন নিহত হয়। নিহতদের একজন ৮৩ বছর বয়সী নারী এবং ৫৪ বছর বয়সী এক পুরুষ। এই ঘটনা সোমবার স্থানীয় সময় দুপুর দিকে ঘটেছে বলে মানহাইম পুলিশ জানিয়েছে। এই ঘটনায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন এবং আরও পাঁচজন সামান্য আঘাত পেয়েছেন বলে তদন্তকারীরা জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাদ্যম বিবিসি এ খবর জানিয়েছে। পুলিশ জানিয়েছে, ইস্টার কার্নিভ্যাল উপলক্ষে মানহেইমের রাস্তায় জড়ো হয়েছিলেন বহু মানুষ। প্যারেডপস্নাৎজ স্কোয়্যার থেকে মিছিল করে ওয়াটার টাওয়ার পর্যন্ত যাচ্ছিলেন তাঁরা। আচমকাই একটি কালো এসইউভি দুরন্ত গতিতে ছুটে এসে সেই মিছিলের মধ্যে ঢুকে পড়ে।পিষে দেয় পথচারীদের। এ ঘটনার পর পুলিশ ৪০ বছর বয়সী এক জার্মান নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একা ছিলেন। উগ্রবাদীদের সঙ্গে তার কোনও সম্পৃক্ততা নেই বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে তার মানসিক অসুস্থতার স্পষ্ট লক্ষণ দেখা গেছে। এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন জার্মানির বিভিন্ন শহরে ইস্টার উদযাপন উপলক্ষে নিরাপত্তা বাড়ানো হয়েছে। রোববার মানহাইম শহরের কেন্দ্রস্থলে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছিল, এবং মঙ্গলবারের জন্য বড় ধরনের ইভেন্ট নির্ধারিত ছিল। বর্তমানে একটি বাজার বন্ধ করে দেওয়া হয়েছে এবং শহরের কেন্দ্রে নির্ধারিত স্ট্রিট কার্নিভাল বাতিল করা হয়েছে। মানহাইমের উপশহর ফয়ডেনহাইম, নেকারাউ ও স্যান্ডহোফেনের কার্নিভাল ইভেন্টও স্থগিত করা হয়েছে।