ইরানের ভাইস প্রেসিডেন্ট জাভেদ জারিফের পদত্যাগ
প্রকাশ | ০৫ মার্চ ২০২৫, ০০:০০
আন্তর্জাতিক ডেস্ক
পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট জাভেদ জারিফ। নিয়োগ নিয়ে দীর্ঘ আইনি বিরোধের পর সোমবার পদত্যাগের কথা জানান তিনি। এছাড়া গত ছয় মাস ধরে "তাকে ও তার পরিবারকে জঘন্য অপমান এবং অপবাদ" সহ্য করতে হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। বার্তাসংস্থাটি বলছে, নিজের নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে চলমান আইনি বিরোধের পর ইরানের কৌশলগত বিষয়ক উপ-রাষ্ট্রপতি (ভাইস প্রেসিডেন্ট) জাভেদ জারিফ সোমবার তার পদত্যাগের ঘোষণা দেন।
সোশ্যাল মিডিয়া পস্ন্যাটফর্ম এক্স-এ দেওয়া এক বিশদ পোস্টে ইরানের সাবেক এই শীর্ষ কূটনীতিক বলেছেন, তিনি গত ৯ মাস ধরে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকারে নিষ্ঠার সাথে কাজ করেছেন।