ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র
প্রকাশ | ০৭ মার্চ ২০২৫, ০০:০০
আন্তর্জাতিক ডেস্ক
সামরিক সহায়তা স্থগিতের পর এবার ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করলো যুক্তরাষ্ট্র। দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র?্যাটক্লিফ বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি বন্ধ করে দিয়েছে। এর ফলে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা আহ্বানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সহযোগিতা করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর চাপ তৈরি হচ্ছে। খবর রয়টার্সের। এর ফলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে ইউক্রেনের আত্মরক্ষার ক্ষমতা ক্ষতিগ্রস্ত হবে এবং প্রাণহানি বেড়ে যেতে পারে। চলতি সপ্তাহে কিয়েভকে মার্কিন সামরিক সহায়তা বন্ধ করে দেওয়ার পরপরই এই স্থগিতাদেশ জারি করা হয়। এর আগে ইউক্রেনকে সব ধরনের সামরিক সহায়তা বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র।