ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোকে নেপোলিয়ন থেকে শিক্ষা নেওয়ার অনুরোধ জানালেন রাশিয়া প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন। তিনি বলেন, পশ্চিমা নেতাদের উচিত রুশ জনগণকে হালকাভাবে না নেওয়া এবং ইতিহাস থেকে শিক্ষা নেওয়া। ম্যাখোর উদ্দেশ্য তিনি আরও বলেন, ১৮১২ সালে নেপোলিয়ন বোনাপার্টের রাশিয়া আক্রমণের করুণ পরিণতি তাদের মনে রাখা দরকার। বৃহস্পতিবার ইউক্রেনে নিহত রুশ সেনাদের স্বজনদের সঙ্গে দেখা করতে গিয়ে পুতিন এই মন্তব্য করেন।তিনি জানান, তার দেশ ইউক্রেন নিয়ে এমন এক শান্তি চুক্তির সন্ধান করছে, যা তাদের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করবে। তারা ইতোমধ্যে যেসব অর্জন করেছে, তা থেকে পিছু হটবে না। যুদ্ধের কারণে স্বামী, সন্তান বা ভাই হারানো রুশ নারীদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, আমাদের এমন একটি শান্তি চুক্তি বেছে নিতে হবে, যা আমাদের স্বার্থ রক্ষা করবে এবং দীর্ঘমেয়াদে আমাদের দেশের স্থিতিশীলতা নিশ্চিত করবে। বর্তমানে, রাশিয়া ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখন্ড নিয়ন্ত্রণ করছে।