ইউক্রেন যুদ্ধ অবসানে বাড়ছে বিশ্বাসীর প্রত্যাশা। রণক্ষেত্রে একজন রুশ সৈন্য -ফাইল ছবি
ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় খুঁজে বের করতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার পর এবার যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে বৈঠক আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রত্যাশা নিয়ে আজ জেদ্দায় আলোচনায় বসছেন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। ইউক্রেনের সঙ্গে আলোচনায় মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আর ই্উক্রেনের পক্ষে আয়োজনায় অংশ নেবেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কির কূটনৈতিক ও সামরিক প্রতিনিধিরা। তবে আজকের বৈঠকের আলোচনা ফলপ্রসূ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কি। এক বিবৃতিতে সৌদি সরকার জানায়, ইউক্রেনে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ হিসেবে তারা এই আলোচনাকে স্বাগত জানায়। প্রথম দফায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হলেও সেই বৈঠক ছিল না ইউক্রেনের কোনো প্রতিনিধি। সে সময় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছিলেন, এটি খুবই অদ্ভুত যে আমাদের কৌশলগত অংশীদাররা আলোচনা করছেন, কিন্তু আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। তবে এবারের বৈঠক নিয়ে তিনি আশা প্রকাশ করেন যে এই বৈঠকটি ফলপ্রসূ হবে এবং শান্তি প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে। যদিও জেলেনস্কি নিজে এই আলোচনায় সরাসরি অংশ নেবেন না, তবে তিনি সে সময় সৌদি আরবেই উপস্থিত থাকবেন।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল একটি কাঠামোগত আলোচনা করতে চায়, যার মাধ্যমে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর পথ বের করা সম্ভব হবে। সৌদি আরব গত তিন বছর ধরে কূটনৈতিক সমাধানের জন্য বিভিন্ন আলোচনা আয়োজন করেছে এবং তারা ইউক্রেন সংকটের সমাধানে সংলাপ ও স্থিতিশীলতা বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ। এই বৈঠকের আগে সৌদি রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ইউক্রেন সংকটসহ বিভিন্ন আন্তর্জাতিক ইসু্য নিয়ে আলোচনা করা হয়।
হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৈঠক বাকবিতন্ডায় ভেস্তে যাওয়ার পর এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে অংশ নিতে সোমবারই সৌদি আরব সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। তিনি বুধবার পর্যন্ত সেখানে থাকবেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তর থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করতে চাইছে। রুবিও গত শুক্রবারে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিলের সঙ্গে কথা বলেছেন। তাকে রুবিও জানান, প্রেসিডেন্ট ট্রাম্প যত দ্রম্নত সম্ভব রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করতে চান। তবে হোয়াইট হাউজে গত ২৮ ফেব্রম্নয়ারিতে ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠক ভেস্তে যাওয়ার পর থেকে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সহায়তা স্থগিত রয়েছে। জেলেনস্কি অবশ্য তারপরও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক মেরামতের চেষ্টা করেন। যুক্তরাষ্ট্র ডাকলে আবার আলোচনায় বসার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। এই আবহেই সৌদি আরবে ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হতে চলেছে। রুবিও সৌদি আরব সফরকালে ইউক্রেনের সঙ্গে বৈঠক করা ছাড়াও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও বৈঠক করবেন। ওদিকে জেলেনস্কিরও সোমবার সৌদি আরবে যুবরাজ বিন সালমানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। যুদ্ধ বন্ধে রাশিয়াকে বাস্তবসম্মত ছাড় দিতে ইউক্রেন রাজি কিনা, তা জানতে মার্কিন কর্মকর্তারা সৌদি আরবে ইউক্রেনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককে কাজে লাগানোর পরিকল্পনা করছেন। দুই মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা বলেছেন। গত মাসে হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে তুমুল বাকবিতন্ডার পর কিয়েভ নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে সম্পর্ক ভালো করতে আগ্রহী কিনা, মঙ্গলবারের বৈঠকে মার্কিন প্রতিনিধিদলের নজর সেদিকেও থাকবে, বলেছেন নাম প্রকাশ না করার অনুরোধ জানানো এক কর্মকর্তা। ট্রাম্প অবশ্য সৌদি আরবের বৈঠক নিয়ে আশাবাদী। "আমার বিশ্বাস, চলতি সপ্তাহেই অনেক অগ্রগতি হতে যাচ্ছে," মার্কিন প্রেসিডেন্ট এয়ার ফোর্স ওয়ানে তার সঙ্গে থাকা সাংবাদিকদের এমনটাই বলেছেন।