ইরান যখন চাইবে আমরা আলোচনায় প্রস্তুত :ট্রাম্প

প্রকাশ | ১৬ জুন ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ইরান চাইলে আলোচনা শুরু করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওমান উপসাগরে দুটি তেল ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনায় ট্রাম্প ইরানকে দায়ী করলেও দেশটির সঙ্গে আলোচনার এ আগ্রহ প্রকাশ করেছেন তিনি। সংবাদসূত্র : বিবিসি শুক্রবার 'ফক্স নিউজ'কে ফোনে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'তারা এটা জানে। তাদেরকে অনেক ভালোভাবেই জোর দিয়ে একথা বলা হয়েছে, আমরা তাদেরকে আলোচনার টেবিলে ফিরে পেতে চাই। তারা ফিরে আসতে চাইলে আমরাও প্রস্তুত। তারা যখনই প্রস্তুত হবে, আমরাও প্রস্তুত থাকব। তারা যখনই প্রস্তুত হবে, তখনই ঠিক আছে। কোনো তাড়াহুড়া নেই।' বৃহস্পতিবার ট্যাঙ্কারে হামলার পর হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে উদ্বেগ দেখা দিয়েছে। বিশ্বে তেল রপ্তানি পরিবহনের অন্যতম বাণিজ্যিক পথ হচ্ছে এই হরমুজ প্রণালি। সাক্ষাৎকারে ইরানের ওই হুমকি সম্পর্কে ট্রাম্প বলেন, 'ইরান এই প্রণালি বন্ধ করতে চাইলেও বেশিদিন বন্ধ রাখতে পারবে না।' দুই ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনার জন্য ইরানকে দায়ী করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তবে ইরান অভিযোগ অস্বীকার করেছে।