ডাক্তারদের বিক্ষোভ

পশ্চিমবঙ্গের কাছে রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশ | ১৬ জুন ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গের এনআরএস-কান্ডের বিক্ষোভ ছড়িয়েছে গোটা ভারতে। বিক্ষোভ ছড়িয়েছে দিলিস্নর এইমস পর্যন্ত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করেছেন চিকিৎসকরা। পাঁচ দিনেও বিক্ষোভ না থামায় এবার পশ্চিমবঙ্গ সরকারের কাছে রিপোর্টে চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদসূত্র : কে-২৪ নিউজ শনিবার পাঁচ দিনে পা রাখে এনআরএসে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ। এর মধ্যে কলকাতাসহ রাজ্যের বহু সরকারি হাসপাতালে পদত্যাগপত্র জমা দিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসা পরিষেবা না পেয়ে ফিরতে হচ্ছে রোগীদের। এই পরিস্থিতির জন্য রিপোর্ট তলব করেছেন অমিত শাহের মন্ত্রণালয়। শনিবারের মধ্যেই সেই রিপোর্ট দেয়ার নির্দেশ জারি হয়েছে। কী কারণে এই বিক্ষোভ, আর সেই বিক্ষোভ কেন চলছে এতদিন ধরে, সেই সব কারণ জানাতে হবে রাজ্য সরকারকে। এর আগে সন্দেশখালির সহিংস ঘটনা নিয়েও পশ্চিমবঙ্গের কাছে ব্যখ্যা চেয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে, এইমসের বিক্ষোভরত ডাক্তাররা কলকাতায় বিক্ষোভরত ডাক্তারদের দাবি ৪৮ ঘণ্টার মধ্যে না মেটালে তারাও অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাবেন বলে হুশিয়ারি দিয়েছেন।