প্রকাশ | ১৬ জুন ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
গত মঙ্গলবার হাসপাতালে মারা যাওয়া এক রোগীর আত্মীয়রা কলকাতার এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের দুই জুনিয়র চিকিৎসককে মারধর করে। এর প্রতিবাদে ধর্মঘট ডাকা হয়। তার সঙ্গে একাত্মতা ঘোষণা করে ভারতের বিভিন্ন অঞ্চলের চিকিৎসকরা ধর্মঘট-বিক্ষোভ পালন করেন। শনিবারও এই বিক্ষোভ অব্যাহত ছিল। কলকাতার চিকিৎসকদের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে, যতক্ষণ পর্যন্ত তারা নিরাপত্তা না পাবেন, ততক্ষণ তারা কাজে ফিরবেন না। শনিবার রাঁচির চিকিৎসকরা মাথায় ব্যান্ডেজ বেঁধে প্রতীকী প্রতিবাদে অংশ নেন -আউটলুক ইনডিয়া