তুরস্কও পাল্টা জবাব দেবে যুক্তরাষ্ট্রকে

প্রকাশ | ১৬ জুন ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
রুশ এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনা নিয়ে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করলে এর বিরুদ্ধে পাল্টা জবাব দেয়ার হুশিয়ারি দিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেলভুত কাভুসগলু শুক্রবার এই হুশিয়ারি দিয়ে দুই ন্যাটো মিত্র দেশের মধ্যে সংঘাতের নতুন পট প্রস্তুত করেছেন। তুর্কি টিভিতে প্রচারিত এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার খড়গের ব্যাপারে কাভুসগলু বলেন, 'যুক্তরাষ্ট্র আমাদের বিরুদ্ধে কোনো নেতিবাচক পদক্ষেপ নিলে, আমরাও একইভাবে পাল্টা পদক্ষেপ নেব।' রাশিয়ার কাছ থেকে তুরস্কের এস-৪০০ ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থা কিনতে চাওয়া নিয়ে গত কয়েক মাস ধরেই বিরোধে জড়িয়েছে আঙ্কারা এবং ওয়াশিংটন। আগামী মাসে রাশিয়ার এই ক্ষেপণাস্ত্রগুলোর চালান তুরস্কে যাওয়ার কথা রয়েছে। তুরস্ক এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনলে যুক্তরাষ্ট্র দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করার হুমকি দিয়ে রেখেছে। তাছাড়া, এফ-৩৫ যুদ্ধবিমান প্রকল্প থেকেও তুরস্ককে সরানো হবে বলে সতর্ক করেছে। সংবাদসূত্র : বিবিসি