ঝাড়খন্ডে মাওবাদি হামলা পাঁচ পুলিশ নিহত

প্রকাশ | ১৬ জুন ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতের ঝাড়খন্ডে মাওবাদী সশস্ত্র বিদ্রোহীদের অতর্কিত হামলায় পাঁচ পুলিশ নিহত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় জামশেদপুরের ৪০ কিলোমিটার দূরে সরাইকেলা জেলার একটি বাজারে পুলিশের টহল চলার সময় ওই হামলা হয়। দুই বিদ্রোহী পুলিশের অস্ত্রশস্ত্রও ছিনিয়ে নিয়েছে। জামশেদপুরের কাছে যে এলাকায় এ হামলা হয়েছে, সেটি পশ্চিমবঙ্গ-ঝাড়খন্ড সীমান্তের কাছে। পুলিশ বলছে, মাওবাদী বিদ্রোহীরা তাদের টহল দলকে ঘেরাও করে দুই উপপরিদর্শক ও তিন কনস্টেবলকে গুলি করে হত্যা করে। ঘটনার পরপরই পুলিশের সুপারিনটেন্ডেন্টসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। ঘটনার তদন্ত শুরু হয়েছে। হামলার নিন্দা জানিয়ে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস 'পুলিশ সদস্যদের আত্মত্যাগ বৃথা যাবে না' বলে মন্তব্য করেছেন। মাওবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানোরও হুশিয়ারি দিয়েছেন তিনি। বলেছেন, তারা এ রাজ্যে তাদের শেষ দিনগুলো গুনতে পারে। জুনের শুরুর দিকে ঝাড়খন্ডের দুমকা জেলার তালডঙ্গল জঙ্গলে মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক সেনা নিহত ও আরও চারজন আহত হয়েছিলেন। সংবাদসূত্র : এনডিটিভি