মোদির সর্বদলীয় বৈঠকে নেই বিরোধী দলের নেতারা

প্রকাশ | ২০ জুন ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
'এক দেশ, এক নির্বাচন' নিয়ে বুধবার সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু সেই বৈঠকে যোগ দেননি কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি (এসপি), বহুজন সমাজ পার্টি (বিএসপি) এবং দ্রাবিড় মুন্নেত্রা কাঝগম (ডিএমকে) তথা বিরোধী দলের নেতারা। বৈঠকে যাবেন না বলে মঙ্গলবারই জানিয়ে দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তার পথ অনুসরণ করেন উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী তথা বিএসপি নেত্রী মায়াবতীও। ইভিএম নিয়ে কথা হলে যদিও বা যেতেন, কিন্তু মোদির এই বৈঠকে যাওয়ার কোনো ইচ্ছা তার নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। সংবাদসূত্র : এবিপি নিউজ কংগ্রেস বৈঠকে যোগ দেবে না বলে এদিন পার্লামেন্টে ঢোকার মুখেই সংবাদমাধ্যমকে জানিয়ে দেন দলের সাংসদ গৌরব গগৈ। আগেই বৈঠক বয়কট করেছিলেন ডিএমকে নেতা এমকে স্ট্যালিন। এনসিপি নেতা শারদ পাওয়ারও বৈঠকে যাননি। তবে নিজেরা না গেলেও, বৈঠকে প্রতিনিধি পাঠিয়েছেন কে চন্দ্রশেখর রাও, অরবিন্দ কেজরিওয়াল এবং চন্দ্রবাবু নাইডু। বৈঠকে যোগ দেন বাম নেতারাও।