সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২০ জুন ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
এবার পদত্যাগ মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর যাযাদি ডেস্ক ইরানের সঙ্গে টানটান উত্তেজনার মধ্যেই পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান। মঙ্গলবার টুইটারে দেয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৯ সালের জানুয়ারি থেকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ট্রাম্প প্রশাসনে যুক্ত হন প্যাট্রিক। এর এক বছরেরও কম সময়ের মধ্যে তাকে সরে যেতে হলো। এমন সময় তিনি পদত্যাগ করলেন, যার মাত্র দুই দিন আগে ইরানি হুমকি থেকে মার্কিন স্বার্থরক্ষায় মধ্যপ্রাচ্যে অতিরিক্ত এক হাজার সেনা পাঠানোর ঘোষণা দিয়েছিলেন তিনি। মার্কিন আইন অনুযায়ী, সিনেটের অনুমোদন পাওয়ার আগ পর্যন্ত প্রেসিডেন্টের নিয়োগপ্রাপ্ত মন্ত্রীকে ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যেতে হয়। প্যাট্রিক শানাহান সেই অনুমোদন পাওয়ার আগেই সরে গেলেন। এর আগে ২০১৮ সালের ডিসেম্বরে সিরিয়া থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের পদ্ধতি নিয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধের জেরে পদত্যাগ করেন তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। তারপর এই পদে নিয়োগ পান শানাহান। সংবাদসূত্র : রয়টার্স, পার্স টুডে উইলিয়াম ও কেটের গাড়ির নিচে বৃদ্ধা যাযাদি ডেস্ক দুর্ঘটনার কবলে পড়েছে ব্রিটিশ প্রিন্স উইলিয়াম ও ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটনের গাড়িবহর। তাদের গাড়ির ধাক্কায় বৃদ্ধা এক নারী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পরে আহত ওই নারীর কাছে ফুলের তোড়া পাঠিয়েছেন তারা। এ ঘটনায় ব্রিটিশ পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয় সময় সোমবার দুপুরের দিকে লন্ডন থেকে উইন্ডসরে যাচ্ছিলেন দ্য ডিউক ও ডাচেস অব কেমব্রিজ। এ সময় পুলিশের গাড়িবহরের সঙ্গে ধাক্কা লাগে বৃদ্ধার। ৮৩ বছর বয়সী আহত ওই নারীর নাম আইরিন মেয়র। গাড়িবহর দক্ষিণ-পশ্চিম লন্ডন পার হয়ে যাওয়ার সময় তিনি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। কেনসিংটন প্রাসাদের একজন মুখপাত্র বলেছেন, রাজদম্পতি দুর্ঘটনায় আহত নারীর জন্য গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছেন এবং তারা ওই নারীর খোঁজ-খবর রাখছেন। সংবাদসূত্র : বিবিসি